কার্লি গার্ল মেথড বা সিজিএম কী?
খুব সহজ কথায়, কোঁকড়া চুলের সঠিকভাবে যত্ন নেয়ার পদ্ধতি। কি করা উচিত এবং কি করা উচিত নয় তার একটা complete guideline.
কাদের জন্য এটা?
যাঁরা ন্যাচারালি কোঁকড়া চুল নিয়ে জন্মেছেন এবং কোঁকড়া চুল কীভাবে সুন্দর রাখা যায় জানতে চান- তাঁদের জন্য।
কেন করব?
আমরা সবসময় শিখে এসেছি curly hair মানেই unmanageable hair, কোঁকড়া চুল ভাল না, স্ট্রেইট চুলই শুধুমাত্র ভাল! কার্লি চুলের জন্য হয় আমাদেরকে হতাশ হতে হবে অথবা একে বদলে ফেলতে হবে! আসলেই কি তাই নাকি আমরা এর যত্ন নেয়াটা শিখিনি বলে ঝামেলা পোহাই? কোঁকড়া চুলের মানুষদের বড় স্ট্রাগল হচ্ছে খুব সহজে চুল শুষ্ক হয়ে যায়, কেমন যেন গোছানো দেখায় না…… আর এসব কারণে চুল নিয়ে মন খারাপ লাগে। কিন্তু যদি curly hair টিপটপ দেখতে লাগে, স্পেশাল লাগে, মনে হয় এক রাশ মাথাভর্তি সুন্দর চুল – তাহলে কেমন হত? কার্লি চুলকে কীভাবে সুন্দর দেখানো যায় ঠিক এটাই শেখায় curly girl method.
এটা করলে কি আমার স্ট্রেইট চুল কার্লি হয়ে যাবে?
একদমই না। আবারো বলছি, যাঁদের চুল জন্মগত ভাবেই কোঁকড়া- এটা তাঁদের যত্ন নেবার একটা প্রসেস।
কিন্তু আমি তো চাই আমার চুল স্ট্রেইট হোক, আরো কার্লি হোক চাই না!
কোঁকড়া চুল সোজা করার বিভিন্ন পদ্ধতি অলরেডি আছে। কেমিক্যালি বা হিট দিয়ে বদলে ফেলা যায়। এতে কিছুদিন হয়ত চুল নিয়ে অনেকে আরাম পান কিন্তু গোড়া থেকে নতুন চুল যা জন্মায় তা কিন্তু আমাদের জন্মের সময়ই ফিক্সড ছিল! আবারো নতুন চুলগুলো কোঁকড়া হয়েই উঠবে, আবারো কেমিক্যাল প্রসেসিং করাব, খরচা তো আছেই সাথে চুলের মারাত্মক ক্ষতি ফ্রি তে। এভাবে কতদিন? তার চেয়ে curly hair কেই কীভাবে সুন্দর রাখতে পারি এটাই শিখে ফেলি না?
এর পরেও, একেক মানুষের কাছে সৌন্দর্যের সংজ্ঞা একেক রকম। যদি কোঁকড়া চুল একেবারেই ভাল না লাগে তাহলে কেমিক্যালি তাকে বদলে ফেলার ব্যবস্থা তো আছেই।
——————————————–
Dr. Sanjida Alam
MBBS, MPH (NIPSOM)
Founder, The Alams