প্রোডাক্টের গায়ে এক্সপায়ারি ডেট বা PAO লেখা নেই কেন?

USA, Canada বা Australia তে ম্যানুফেকচারড প্রোডাক্ট এদের লেবেলে এক্সপায়ারি ইনফরমেশন ছাড়াই বাজারজাত হতে পারে। এর কারণ জানতে চাইলে একটু ঘুরে আসতে হবে এই লিংকটি থেকে

USA brand no expiry on labels

একটু ব্যাখ্যা করে বললে- যেকোন ব্র্যান্ড তাঁদের প্রোডাক্ট লেবেলিং করার সময় ম্যানুফেকচারিং দেশের লেবেলিং এবং প্যাকেজিং আইন অনুযায়ী তা করে। কিছু দেশের আইন অনুযায়ী লেবেলিং এ কসমেটিক প্রোডাক্টের এক্সপায়ারি তারিখ উল্লেখ থাকতে বাধ্য (যেমন- বাংলাদেশ, ভারত, চায়না, কোরিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এসব দেশে উৎপাদিত যেকোন কসমেটিক প্রোডাক্টে এক্সপায়ারি তারিখ উল্লেখ থাকে)।

ইউরোপিয়ান যেকোন দেশে উৎপাদিত ব্র্যান্ডের প্রোডাক্টে দেশগুলোর আইন অনুযায়ী সুনির্দিষ্ট তারিখের বদলে শেলফ লাইফ বা Best before date উল্লেখ করা থাকে যার বিস্তারিত আরো জানতে পারেন এই লিঙ্কে

কিন্তু USA, Canada বা Australia এর আইন অনুযায়ী (According to Food & Drug Administration) কসমেটিক প্রোডাক্ট লেবেলে এক্সপায়ারি ইনফরমেশন উল্লেখ করতে ম্যানুফেকচারার বাধ্য নয়। আইনত বাধিত নয় বিধায় অনেক ব্র্যান্ডের এক্সপায়ারি ইনফরমেশন সরাসরি তার প্রোডাক্টের লেবেলে পাওয়া যায় না।

তথ্যের সত্যতা বিচারের জন্য USA Food & Drug Adminstration এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দেয়া হল-

https://www.fda.gov/cosmetics/cosmetics-labeling/shelf-life-and-expiration-dating-cosmetics

Australian Government Federal Register of Legislation এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দেয়া হল-

https://www.legislation.gov.au/Details/F2013C00556

Government of Canada Cosmetic Regulations এর অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দেয়া হল-

https://www.canada.ca/en/health-canada/services/consumer-product-safety/cosmetics/labelling.html

https://laws-lois.justice.gc.ca/eng/regulations/c.r.c.,_c._869/fulltext.html

 

  • তাহলে কীভাবে বোঝা যাবে প্রোডাক্টটি এক্সপায়ার্ড কিনা?

ইনট্যাক্ট অবস্থায় স্কিনকেয়ার পণ্য ৩ বছর, হেয়ারকেয়ার পণ্য ৫ বছর এবং মেকাপ প্রোডাক্ট ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকবে এমনভাবে তৈরী করা হয়।

একবার একটি পণ্য খোলা হলে, পরিবেশগত কারণগুলি কার্যকর হয়। প্রোডাক্টে নীচের কোন লক্ষণ না পাওয়া গেলে আপনি নিশ্চন্ত থাকতে পারেন।

  • প্রোডাক্টের উপাদান গুলো আলাদা হয়ে গেছে (ব্যতিক্রম- কিছু প্রোডাক্ট তৈরীই হয় এমনভাবে যে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে উপাদানগুলো পুনরায় মিক্সড করে নিতে হয়। এর সাথে প্রোডাক্টের মেয়াদের কোন সম্পর্ক নেই। Oil soluble ingredients & water soluble ingredients স্বাভাবিকভাবেই আলাদা থাকতে পারে। এসব ক্ষেত্রে এই সেপারেশনটা অস্বাভাবিক নাকি স্বাভাবিক বোঝার জন্য একই সাথে নীচের কোন লক্ষণ আছে কিনা খেয়াল করতে হবে)।
  • প্রোডাক্টের টেক্সচার পরিবর্তন হয়েছে।
  • প্রোডাক্টের স্বাভাবিক গন্ধ পরিবর্তিত হয়েছে।
  • ফাংগাস বা ছত্রাকের আক্রমণ স্পষ্ট।
  • পণ্যের রঙ পরিবর্তিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *