A Complete List Of Ingredients Those Are Absolutely Banned In Curly Girl Method

ingredients banned in curly girl method 2

“Reading product labels? Ain’t nobody got time for that!”

– অনেকটা এরকমই মনোভাব আমাদের অনেকের। আমরা যাই খাই বা ব্যবহার করি, তার প্রোডাক্ট লেবেল পড়ে কেনা উচিত আমাদের কিন্তু! Why wouldn’t we be curious about what’s good for us and what not!

এই ব্লগে লিস্ট করছি এমন সব ইনগ্রেডিয়েন্ট এর যেগুলো কার্লি গার্ল মেথডে ব্যবহার একদম নিষিদ্ধ।

কেন?

সে অনেক কথা! ছোট্ট করে বলতে গেলে- কার্লি চুলের গঠন এবং তার চাহিদাগুলো স্ট্রেইট চুল থেকে ভিন্ন। তার দরকার হয় হেয়ার কেয়ার প্রোডাক্টে এমন সব ইনগ্রেডিয়েন্ট যা তার hydration & moisture ধরে রাখবে। আর সেসব ইনগ্রেডিয়েন্ট নিষিদ্ধ যেগুলো চুলকে অতিরিক্ত ড্রাই করে বা চুলের গঠনকে বদলে ফেলে।

কোথায় সেই লিস্ট?

এই যে নীচে!

Sulfates (+ অন্যান্য cleansing ingredient)

সালফেটগুলো কোঁকড়া চুলের প্রয়োজনীয় মাত্রার hydration এবং moisture সরিয়ে চুলকে অতিরিক্ত ড্রাই করে ফেলে। কোন সালফেটযুক্ত প্রোডাক্ট কতটুকু চুলকে ড্রাই করবে তা নির্ভর করে ওই প্রোডাক্টে সালফেটের মাত্রা কত তার উপর। এদের নাম আমরা লেবেলে পাব এমন ভাবে-

  • Alkyl Benzene Sulfonate
  • Alkylbenzene Sulfonate
  • Ammonium Cocoyl Sulfate
  • Ammonium Cocoyl Sulphate
  • Ammonium Laureth Sulfate
  • Ammonium Laureth Sulphate
  • Ammonium Lauryl Sulfate
  • Ammonium Lauryl Sulphate
  • Ammonium Xylene-sulfonate
  • Ammonium Xylenesulfonate
  • Ethyl Peg-15 Cocamine Sulfate
  • Sodium Alkyl Sulfate
  • Sodium Alkyl Sulphate
  • Sodium C12-18 Alkyl Sulfate
  • Sodium C12-18 Alkyl Sulphate
  • Sodium Cetearyl Sulfate
  • Sodium Cetearyl Sulphate
  • Sodium Coceth Sulfate
  • Sodium Coceth Sulphate
  • Sodium Coco Sulfate
  • Sodium Coco Sulphate
  • Sodium Coco-sulfate
  • Sodium Coco-sulphate
  • Sodium Cocosulfate
  • Sodium Cocosulphate
  • Sodium Laureth Sulfate
  • Sodium Laureth Sulphate
  • Sodium Laureth-40 Sulfate
  • Sodium Laureth-40 Sulphate
  • Sodium Lauryl Sulfate
  • Sodium Lauryl Sulphate
  • Sodium Myreth Sulfate
  • Sodium Myreth Sulphate
  • Sodium Polystyrene Sulfate
  • Sodium Polystyrene Sulphate
  • Sodium Xylene-sulfonate
  • Sodium Xylenesulfonate
  • Tea Dodecylbenzenesulfonate
  • Tea Lauryl Sulfate
  • Tea Lauryl Sulphate
  • Tea-dodecylbenzenesulfonate
  • Triethanolamine Lauryl Sulfate
  • Triethanolamine Lauryl Sulphate

Soap

  • Potassium Hydroxide
  • Saponification
  • Saponified
  • Saponifying
  • Soap
  • Sodium Carboxylate
  • Sodium Palm

Silicones

সিলিকন চুলের উপর এমন একটা আস্তর তৈরী করে যা চুলে ময়েশ্চার প্রবেশে বাঁধা দেয়। এগুলো শুধু পানির সাথে ধুয়ে যায় না এবং সালফেট যুক্ত শ্যাম্পু ছাড়া চুল থেকে পরিষ্কার করতে অনেকদিন সময় লাগে। সিলিকনের নামগুলো সাধারণত নিচের এই শব্দগুলো দিয়ে শেষ হয়-

– botanisil

– cone

– conol

– dimethcione

– dimethicon

– microsil

– silane

– silicon

– siloxane

– siloxysilicate

– silsesquioxane

– silylate

তবে কিছু সিলিকন আছে যা শুধু পানিতে ধুয়ে ফেলা সম্ভব, এবং এই সিলিকন গুলো কার্লি গার্ল মেথডে ব্যবহার করা যাবে। এই সিলিকনগুলোর নামের আগে আমরা পাব-

  • peg
  • pg-
  • ppg

যেমন-

  • PEG-8 (or higher) Dimethicone
  • Bis-PEG-8 (or higher) Dimethicone
  • Bis-PEG-8/PEG-8 Dimethicone
  • Bis-PEG-18 methyl ether dimethyl silane
  • PEG-8-PG-coco glucoside dimethicone
  • Dimethicone PEG-X phosphate 

Wax

বেশিরভাগ ওয়াক্সগুলো সিলিকনের মত চুলের উপর প্রলেপ (coating) তৈরী করে যা শুধু পানি দিয়ে ধুয়ে ফেলা যায় না।  এদের নামগুলো দেখতে এমন হবে-

– cera

– cire

– dodecane

– dodecene

– isododecane

– isohexad

– isohexadecane

– isohexanedecane

– lanolin

– mineral oil

– paraffin

– petrolatum

– shellac

– wax

ব্যতিক্রম-

  • emulsifying wax
  • emulsifying wax nf
  • peg 8 beeswax
  • peg-75 lanolin
  • peg-8 beeswax

——————————————–

Laizu for thealamsbd

Dr. Sanjida Alam

MBBS, MPH (NIPSOM)

Founder, The Alams

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *